ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ২৪ জুলাই ২০২২

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ পালন করা হচ্ছে। 

রোববার (২৪ জুলাই) বেলা ১০টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাজিয়া আফরীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু তারেক, অধ্যাপক সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, “মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করতে পারবো। আমি করছি, মাছ চাষ করে মৎস্যজীবীরা স্বাবলম্বী হবেন।”

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি