গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত : ২১:০২, ২৪ জুলাই ২০২২ | আপডেট: ২১:০৪, ২৪ জুলাই ২০২২
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কড্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। কালিয়াকৈরের জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসেন ও একই এলাকার আ. সাত্তার এর ছেলে রহুল হোসেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, জয়দেবপুর থেকে মোটরসাইকেল যোগে মাসুদ ও রুহল কালিয়াকৈরে নিজ বাড়িতে ফিরছিল। বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় পৌছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের পাশ পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
কেআই//
আরও পড়ুন