ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে এসি বিস্ফোরণে দুইজন নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২১, ২৫ জুলাই ২০২২

গাজীপুরের হোতাপাড়ায় এলিগ্যান্ট নামের এক পোশাক কারখানায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।  

কারখানার জেনারেটর কক্ষে রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির এসি টেকনিশিয়ান সাগর ও এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী সোহেল এই ঘটনায় মারা যান।

গাজীপুর শিল্প পুলিশ জোন-৪ ইনচার্জ আবু কাওসার আহমেদ জানান, নিহতরা এসি মেরামতের কাজ করছিলেন। এসময় কম্প্রেসারে আকস্মিক বিস্ফোরণে তাদের দেহের আংশিক ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান তারা। 

এ ঘটনায় আর কেউ আহত হননি। 

নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি