ব্র্যান্ডের আদলে গাড়ি বানিয়ে নরসিংদীতে বিস্ময় সৃষ্টি (ভিডিও)
প্রকাশিত : ১৩:০৬, ২৫ জুলাই ২০২২ | আপডেট: ১৩:০৭, ২৫ জুলাই ২০২২
প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কেবল একান্ত প্রচেষ্টায় বানিয়ে ফেলেছেন শখের গাড়ি। মাত্র আড়াই লাখ টাকায় নরসিংদীর প্রবাসফেরত কাউসার আহমেদের তৈরি পরিবেশবান্ধব জিপ গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে। সহযোগিতা পেলে কম খরচে নামি-দামি ব্র্যান্ডের আদলের গাড়িও বানাতে চান মেধাবী এই তরুণ।
ঘোড়াশাল পৌরসভার আঁকাবাঁকা রাস্তা ধরে চলছে টয়োটাসাজ মডেলের জিপটি। তবে এটি আসল টয়োটাসাজ নয়। এর আদলেই তৈরি করেছেন কাউসার আহমেদ।
জীবিকার সন্ধানে পাড়ি জমান প্রবাসে। ড্রাইভিং পেশায় কাজ করেন ১২ বছর। দেশে ফিরে কাজ নেন বেসরকারি প্রতিষ্ঠানে। এদিকে বাবার কাছে মেয়ের বায়না, গাড়ি চাই। সাধ্য নেই বলেতো স্বাদ অপূর্ণ থাকতে পারে না।
মেয়ের আবদার পূরণে দেশি যন্ত্রাংশ দিয়ে নিজেই বানিয়ে ফেলেন ‘শখের জিপগাড়ি’।
গাড়ি নির্মাতা কাউসার আহমেদ বলেন, “পূর্ব অভিজ্ঞতা ছিল, বিদেশে ড্রাইভিং করতাম। চিন্তা করলাম, বাচ্চাকে একটা গাড়ি উপহার দিব। সেই থেকে পাঁচ সিটের একটি গাড়ি নির্মাণ করা।”
কাউসার আহমেদের মেয়ে রাফিয়া আক্তার বলেন, “বাবাকে বলি একটা গাড়ি কিনে দাও। পরে বাবা এই গাড়িটা বানিয়ে দেন।”
সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে গাড়ি তৈরি করতে চান কাউসার।
কাউসার আহমেদ আরও বলেন, “যদি কোন সরকারি বা বেসরকারি কোম্পানি এগিয়ে আসে তাহলে বিশ্বের নামীদামী ব্রান্ডের গাড়ি তৈরি করতে সক্ষম হব।”
আগ্রহ নিয়ে দেখেন স্থানীয়রা। কাউসারের সফলতায় তার পাশে থাকার আহ্বানও তাদের।
এলাকাবাসীরা জানান, “বাংলাদেশে এই ডিজাইনের গাড়ি নাই। এই সব গাড়ি যদি আর বের হয় তাহলে গরিবের জন্য ভাল হবে। বাংলাদেশ সরকার এই গাড়িটার অনুমোদন দিলে আমাদের রাস্তার জন্য এটি উপযোগী হবে।”
নজর কেড়েছে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের। সহযোগিতার আশ্বাস তাদের।
ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, “এটা যদি সে বাণিজ্যিকভাবে কাজ করতে চায় তাহলে অবশ্যই পৌরসভা থেকে তাকে সহযোগিতা করতে চাই।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী বলেন, “প্রশাসন ইতিবাচকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এ ক্ষেত্রে যদি উনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে চান তাহলে আসতে পারেন।”
গাড়িটি তৈরিতে সময় লাগে একমাস। ৪০ টাকার বিদ্যুৎ খরচে চলে ১৩০ কিলোমিটার।
এএইচ
আরও পড়ুন