ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাংনীতে মাদকসেবীর জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৪, ২৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে শিপন দাস (৩৯) নামের এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ জেল-জরিমানা প্রদান করেন। 

মাদক সেবী শিপন দাস গাংনী মহিলা কলেজ পাড়ার বাদল দাসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিপন দাস গাংনী মহিলা কলেজ পাড়ায় মাদক সেবন করছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপন দাসকে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে ৮ পুরিয়া গাঁজা ও ২টি কল্কি উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে। 

এসময় মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি