ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৪, ২৫ জুলাই ২০২২ | আপডেট: ১৭:০৯, ২৫ জুলাই ২০২২

'বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস-২০২২ উপলক্ষে সিরাজগঞ্জে গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন 'সমষ্টি' আয়োজিত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ ক্যাফে র‍্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড, ফারুক আহাম্মদ। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বী, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। 

'সমষ্টি' সিরাজগঞ্জের সমন্বয়ক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নূরুল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, সিরাজগঞ্জ জেলা সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদে'র স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি