ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৫, ২৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ার পর নিচে চাপা পড়ে হানিফ আলী (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হানিফ আলী জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, হানিফ আলী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতো। সকালে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় রাস্তাটি পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে হানিফ আটকা পড়েন।

ওসি আরও জানান, ওই রাস্তা দিয়ে চলাচলের সময় গাড়িটি দেখতে পায়। পরে তার পরিবারকে জানানো হলে ট্রাক্টরের নিচে খোঁজাখুঁজি করে হানিফের লাশ পাওয়া যায়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি