ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আরও ২ কনটেইনার মদ জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২৫ জুলাই ২০২২ | আপডেট: ২০:৪৬, ২৫ জুলাই ২০২২

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আনা দুই দফায় তিন কনটেইনার মদ জব্দের পর আরও দুই কনটেইনার মদ জব্দ হয়েছে। বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে সোমবার (২৫ জুলাই) বিকেলে মদভর্তি কনটেইনার দুটি জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) এবং পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) টিম।

এআইআর বিভাগের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার উপ কমিশনার সাইফুল হক জানান, চালান দুটির মধ্যে একটি এসেছে নীলফামারির উত্তরা ইপিজেডের ডঙ জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) লিমিটেডের নামে। ওই চালানে সিনথেটিক প্লাস্টিকজাত পণ্য তৈরির কাঁচামাল পলিপ্রপিলিন রেজিন আমদানির ঘোষণা দেয়া হয়েছিল। গত রোববার একই প্রতিষ্ঠানের নামে আনা আরেকটি মদের চালান কাস্টমসের এআইআর শাখার কর্মকর্তারা বন্দরের ৫ নম্বর ইয়ার্ডের ১৩ নম্বর শেডে অভিযান চালিয়ে আটক করেছিল।

কাস্টমসের আরেক ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী জানান, সোমবার আটক করা আরেকটি চালান বাগেরহাটের মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের নামে এসেছে। চালানটি টেক্সটাইল সুতা আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আসে।

জানা গেছে, সোমবার আটক হওয়া চালান দুটি খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। এজন্য খালাসের দায়িত্বপ্রাপ্ত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার আইপি জালিয়াতির মাধ্যমে মেশিনারি ও ববিন ঘোষণা দিয়ে এ বন্দরের মাধ্যমে আনা দুই কনটেইনার মদ নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে জব্দ করা হয়।

র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও হাইওয়ে পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এসব মদ জব্দ করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি