ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

টেকনাফে সাড়ে ৩ কেজি আইসসহ দুই লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৯, ২৫ জুলাই ২০২২

কক্সবাজারের টেকনাফে সাড়ে ৩ কেজি আইসসহ ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন ২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালান। এসময় মাদক কারবারিদের আস্তানা থেকে ৩ কেজি ২২১ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি বলে জানায় ২ বিজিবি।

অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, উদ্ধার হওয়া এসব মাদক হ্নীলা খরেরদ্বীপে নাফ নদীর তীরে জঙ্গলের ভেতর বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা লুকিয়ে রেখেছিল। 

এসময় কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ওই ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ২-বিজিবির এই কর্মকর্তা।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি