ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২১, ২৫ জুলাই ২০২২

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ইছাখালী স্লুইস গেইট সংলগ্ন সাগরতীরবর্তী এলাকায় এক ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করেছে। সোমবার (২৫ জুলাই) বিকালে আনসার সদস্য ও স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় জোরারগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করেন। 

স্থানীয়রা জানায়, বিকালে স্লুইস গেইট সংলগ্ন সাগর তীরবর্তী এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, মৃত লোকটি কাঁকড়া ধরার জন্য  সাগর তীরবর্তী এলাকায় এসেছে। পরে আনসার সদস্যরাসহ জোরারগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ নিয়ে আসলে বিস্তারিত বলতে পারব।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি