ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি নির্মাণ, উদ্বোধন ১৫ আগস্ট

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৫৬, ২৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মোংলা পৌর কর্তৃপক্ষের অস্থায়ী ভবনের সম্মুখ দেয়ালে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট প্রতিকৃতিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

১৬ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদাকালো এ প্রতিকৃতিটি নির্মাণ করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। 

তিনি বলেন, “আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, তাই বঙ্গবন্ধুর স্মরণে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশাল এই প্রতিকৃতিটি নির্মাণ করা হয়েছে। প্রতিকৃতিটিকে ঘিরে আরও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী ১৫ আগস্ট বা তার একদিন আগে প্রতিকৃতিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।”

এই প্রথম মোংলায় বঙ্গবন্ধুর এত বড় প্রকৃতি নির্মাণ হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি