ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষার্থী খুনের ঘটনায় শাবিপ্রবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ২৬ জুলাই ২০২২ | আপডেট: ০৯:২৩, ২৬ জুলাই ২০২২

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুনের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

সোমবার রাত ১১টা থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে গোলচত্বরে ফিরে আসে।

অবিলম্বে তারা দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাসের গাজীকালু টিলা থেকে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

অন্যদিকে নিহত শিক্ষার্থীকে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দেড় শতাধিক শিক্ষার্থী মেডিকেলের মর্গের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনায় শাবি শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি