ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হাতিয়ায় ট্রলার ডুবি, ১৮ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ২৬ জুলাই ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে এমভি আয়েশা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ট্রলার ডুবির ঘটনা ঘটে।  

ট্রলারের মালিক জাহাজমারা ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় ১৮ জন মাঝি মাল্লা ও জেলে বেঁচে যায়। 

ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে ২টি ট্রলার পাঠানো হয়েছে।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশকে অবগত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি