ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে ৬ বছর ধরে জমি বিক্রি বন্ধ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২৭ জুলাই ২০২২

ময়মনসিংহ বিভাগীয় নতুন শহর গড়তে ভূমি অধিগ্রহণে বেশ কয়েকটি মৌজার জমি বিক্রি ছয় বছর ধরে বন্ধ রেখেছে প্রশাসন। জরুরি প্রয়োজনেও বিক্রি করতে না পেরে বিপাকে জমির মালিকরা।

ময়মনসিংহ সদরের চর ভবানীপুরের কোনাপাড়া গ্রামের কৃষক জজ মিয়া। পৈত্রিক দুই একর জমি চাষাবাদ করে চালাচ্ছেন সংসার। বিক্রি বন্ধ রাখা মৌজায় পড়েছে তার জমি। ফলে নিজের চিকিৎসা ও মেয়ের বিয়ের খরচ যোগাতে পারছেন না তিনি।  

জমি বিক্রি করতে না পারায় প্রয়োজনীয় কোনো কাজই করতে পারছেন না জজ মিয়ার মত আরো অনেকে। 
 
২০১৬ সালে বিভাগীয় প্রশাসনিক কার্যালয় ও শহর গড়ে তুলতে পুরনো ব্রহ্মপুত্র পূর্বপাড়ের আটটি মৌজায় চরাঞ্চলের চার হাজার ৩১৫ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। জমির মালিকদের আন্দোলনের মুখে পরে কমিয়ে অধিগ্রহণের পরিমাণ করা হয় ৯৩৫ একর জমি। 

জমি অধিগ্রহণের প্রস্তাবনার ফাইল একনেক বৈঠকে পাসের অপেক্ষায় বলে জানান বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

দ্রুত অধিগ্রহণের প্রক্রিয়া শুরু ও জমি বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি ভুক্তভোগীদের। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি