ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শার্শায় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৪, ২৭ জুলাই ২০২২

যশোরের শার্শা উপজেলার জামতলা ও বাগআঁচড়ায় বিভিন্ন অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

জানা গেছে, জামতলা বাজারের ফাইভ স্টার বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিল্প লবণ ব্যবহার ও উৎপাদিত পাউরুটি, বিস্কুট, কেকসহ অন্যান্য খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ ব্যবহার না করায় মালিককে ১২ হাজার জরিমানা করা হয়।

একই সময় বিপুল পরিমাণে মেয়াদউর্ত্তীণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে মেসার্স জামতলা ফার্মেসিকে ৫ হাজার টাকা, বেশি দামে এলইডি বাল্ব বিক্রির অভিযোগে বাগআঁচড়া বাজারের কাশেম ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সকে ১ হাজার ও ২০ টাকা মূল্যের ওষুধ ৩৫ টাকায় বিক্রির অভিযোগে মেসার্স সাদিয়া ড্রাগকে ৩ হাজার টাকা জরিমানা  করে আদায় করা হয়। এসময় অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি আইন মেনে যথাযথভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ক্যাব যশোর এর সদস্য আব্দুর রকিব সরদার, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার কর্মকর্তা কুতুবউদ্দিন এবং জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে কর্মকর্তারা জানান। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি