ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৫, ২৭ জুলাই ২০২২ | আপডেট: ১৭:১৮, ২৭ জুলাই ২০২২

গাজীপুরের শ্রীপুর ও পিরুজালী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন। বুধবার(২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নে শ্রীপুর-বরমী সড়কের কায়েত পাড়া এলাকায় ড্রাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশা সংঘর্ষে হানিফ মৃধা নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে ড্রাম্প ট্রাক ও দুর্ঘটনা কবলিত ব্যাটারি চালিত অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। 

অন্যদিকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন পিরুজালী এলাকায় অটোরিকশা ও ট্টাক মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। এতে আহত হন বেশ কয়েকজন।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি