ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৫৬ দিন পর কবর থেকে তোলা হল শিক্ষার্থীর মরদেহ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৭, ২৭ জুলাই ২০২২ | আপডেট: ১৭:৫৯, ২৭ জুলাই ২০২২


আদালতের নির্দেশে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত হোসেন আত্মহত্যার ৫৬ দিন পর কবর থেকে উঠানো হল তার মরদেহ। 

বুধবার (২৭ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে প্রশাসন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। 

নিহত সিফাত উপজেলার কীর্তিপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত ৩১ মে নওগাঁর সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র সিফাত ও ওই স্কুলের শিক্ষক সাজেদুর রহমান সাজুর ছেলে নবম শ্রেণীর ছাত্র স্মরণ শাহরিয়ারের মাঝে ঝগড়া হয়। ওই দিন  সিফাত ও তার বন্ধুরা প্রধান শিক্ষকের কাছে নালিশ করে বিচার না পাওয়ায় রাতে আত্মহত্যা করে সিফাত।

এ ঘটনায় সিফাতের বাবা মিজানুর রহমান আত্মহত্যার প্ররোচনায় আদালতে একটি মামলা দায়ের করেন। আর সেই মামলার তদন্তের জন্য সিফাতের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন  নওগাঁ সদর থানার সাব-ইন্সপেক্টর অপারেশন মোঃ গফুর এবং সিফাতের পরিবারের লোকজন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি