ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গৃহবধূকে কুপিয়ে জখম করায় স্বামীসহ গ্রেফতার ২ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩২, ২৭ জুলাই ২০২২

নাটোরে গৃহবধূ মুক্তি খাতুন(৩০)কে নির্যাতনের ঘটনায় স্বামী আব্দুল হাই (৪৫) ও তার ছোটভাই রাব্বিকে(২০) গ্রেফতার করেছে র‌্যাব। পারিবারিক বিরোধের জেরে ওই গৃহবধূকে কুপিয়ে জখমসহ তার দুই হাতের ৭টি আঙ্গুল কেটে দিয়েছে তার স্বামী। 

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে আব্দুল হাই ও তার ভাইসহ আটক করা হয় বলে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
 
র‌্যাবের উপ-অধিনায়ক জানান, নাটোর সদর উপজেলার হরিশপুর চেয়ারম্যান পাড়া এলাকার আব্দুল হাই পারিবারিক বিরোধের জের ধরে ২৪ জুলাই দুপুরে তার স্ত্রী মুক্তিকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এঘটনায় মঙ্গলবার মুক্তি খাতুন এর ভাই বাদী হয়ে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের পর বুধবার ভোর রাতে অভিযুক্ত আব্দুল হাই এবং তার ভাই রাব্বি মিয়াকে গ্রেফতার করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি