ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক মা

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮, ২৮ জুলাই ২০২২

ময়মনসিংহের ভালুকার লাভনী (২৫) নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। স্বাভাবিক প্রসবে ১ কন্যা ও ৩ পুত্র সন্তান জন্ম দেন তিনি। মা ও চার নবজাতক সবাই সুস্থ্য আছেন।

অন্তসত্ত্বা লাভনীকে গত সোমবার ঢাকায় আদদীন হাসপাতালে চেকআপ করানোর জন্য নিয়ে গেলে তার প্রসব ব্যথা অনুভব হয়। এর কিছুক্ষণের মধ্যে প্রথমে ১টি মেয়ে পরে আরও ৩ পুত্র সন্তান প্রসব করেন তিনি। 

পরে তাদেরকে ঢাকার ধানমন্ডির লংলাইভ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এখন সবাই সুস্থ্য আছেন। 

৪ সন্তানের জনক মিজানুর রহমান (২৮) শিল্পাঞ্চল খ্যাত হবিরবাড়ীর জামিরদিয়ার মোদি দোকানী। তিনি নিজেকে ভাগ্যবান মনে করে সবার কাছে নবজাতক ও তাদের মায়ের জন্য দোয়া চেয়েছেন। তাদের ঘরে আরও একটি পুত্র সন্তান রয়েছে। 

নবজাতকদের কি নাম রাখা হবে তা পরে জানাবেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি