ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৮ জুলাই ২০২২

গোপালগঞ্জে ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
 
বুধবার (২৮ জুলাই) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো: সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মক আহত হন। 

পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনরেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার পর ঘাতক ট্রাক ও মাইক্রোবাসটি পালিয়ে যায় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি