ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার তিনদিন পর উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ২৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এমভি আয়েশা নামের মাছধরা ট্রলারটি তিনদিন পর উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার (২৮) সকালে উদ্ধারের পর ট্রলারটি জাহাজমারা মোহাম্মদ আলী সুইজ ঘাটে নিয়ে আসেন জেলেরা।

জানা গেছে, ট্রলারের কোল্ডস্টোরে থাকা মাছ পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। মাঝি মাল্লারা সেই মাছ নদীতে ফেলে দিয়েছেন। উদ্ধারকৃত ট্রলারটির একটি অংশ ভেঙে গেছে। 

ট্রলারের মালিক মো: খোকন জানান, মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে অন্য একটি ট্রলার তার মালিকানাধীন ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারের পাশের একটি অংশ ভেঙে গিয়ে জোয়ারের কবলে পড়ে ডুবে যায়। ওই ট্রলারে থাকা ১৮ মাঝিমাল্লা ও জেলেদের উদ্ধার করা হয়। রাতের আঁধার হওয়ায় আঘাত করা ট্রলারটি চিহিৃত করতে পারেননি মাঝিমাল্লারা।

তিনি আরও জানান, ট্রলারের প্রায় ১০ লাখ টাকার জাল ও অন্যান্য মালামাল ছিল। যা সাগরে ভেসে গেছে। পঁচে গেছে প্রায় ৮ লাখ টাকার ইলিশ। এ বিষয়ে তিনি হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি