ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ২৮ জুলাই ২০২২

মেহেরপুরের গাংনী সীমান্তে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার হাড়াভাঙ্গা ও কাজিপুর সীমান্তে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাজিপুর মুন্সীপাড়ার আলম হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও হাড়াভাঙ্গা গ্রামের কলিম উদ্দীন সরকারের ছেলে আকরাম সরকার (৭০)।

কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন জানান, কাজিপুর গ্রামের মুন্সীপাড়া খড়ের মাঠে পাটের জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে হাড়াভাঙ্গা গ্রামের আকরাম সরকার মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। দু’জনই বজ্রপাতে মারা গেছেন। পুলিশের পক্ষ থেকে পরিবার দু’টির খোঁজ খবর নেয়া হয়েছে। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি