ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ২৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

১ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় চট্টগ্রাম রিজিয়নসের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান ও তার স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ কর্মকর্তা শাহজাহান লোহাগাড়া ও সন্দ্বীপ থানার সাবেক ওসির দায়িত্বেও ছিলেন।

মামলায় এই পুলিশ কর্মকর্তার স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে এক লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার সম্পত্তি অর্জনের তথ্য গোপন ও এক কোটি ৪৮ লাখ চার হাজার ৪১৩ টাকার সম্পত্তি হস্তান্তরের অভিযোগ আনা হয়। মামলার বাদী আতিকুল আলম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৪ মার্চ তাদেরকে সম্পত্তির পৃথক পৃথক বিবরণী দিতে আদেশ জারি করে দুদক। এর পরিপ্রেক্ষিতে ফেরদৌসী বেগম ২০১৯ সালের ১৭ এপ্রিল বিবরণী জমা দেন তারা। এতে ফেরদৌসী তিন কোটি ২১ লাখ ৮৬ হাজার টাকার স্থাবর সম্পত্তির তথ্য দেন। তার স্বামীর কাছ থেকে দান হিসেবে প্রাপ্ত ৪৩ লাখ ১০ হাজার ৮৬৭ টাকার সম্পত্তি বাদ দিয়ে তার ঘোষিত স্থাবর সম্পত্তি দুই কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ১৩৩ টাকার। যাচাইকালে তার নামে মোট দুই কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৮৬৭ টাকার স্থাবর সম্পদ পেয়েছে দুদক।

এর আগে, ৪ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার ও দুদকে দেওয়া সম্পত্তির বিবরণীতে সাড়ে ৪৯ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন।

মো. শাহজাহান কুমিল্লার লালমাই থানার কাতালিয়া গ্রামের সুলতান আহমদের ছেলে। বর্তমানে নগরীর খুলশী থানার লালখান বাজার হাই লেভেল রোডে স্ত্রীসহ বসবাস করেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি