ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে সন্তান হত্যাকাণ্ডে বাবার মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৪, ২৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজের শিশু কন্যাকে হত্যার দায়ে বদিউজ্জামান (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে পেনাল কোডের ২০১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ বছর এবং আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। দ্বিতীয় দফায় সুমাইয়া নামে আরও একটি কন্যা সন্তান জন্ম হওয়ায় বাবা অসন্তুষ্ট ছিল। তিনি তার স্ত্রীকে মাঝে মধ্যেই ওই কন্যাকে মেরে ফেলার হুমকি দিতেন। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত কন্যাকে নিয়ে পায়ের তলায় পিষিয়ে হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান তিনি। 

এ ঘটনায় শিশুটির মা সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘদিন পরে আসামী বদিউজ্জামান গ্রেফতার হন। মামলার দীর্ঘ শুনানী শেষে অপরাধ প্রমাণিত হলে মঙ্গলবার বিচারক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামী বদিউজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি