ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২৯ জুলাই ২০২২ | আপডেট: ১০:৪৬, ২৯ জুলাই ২০২২

ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় এগার সিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়লে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ইঞ্জিন মেরামতের পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান কিশোরগঞ্জ রেলওেয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগার সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। ১৫ মিনিট পর গচিহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটি মেরামত করে। পরে সকাল ১০টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি