র্যাবের সব অভিযান অনেক বেশি সিনেমাটিক: বেনজির
প্রকাশিত : ১০:০০, ৩০ জুলাই ২০২২
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, সুন্দরবনের ৪শ’ বছরের পুরনো সমস্যার সমাধান করেছে র্যাব। দস্যুমুক্ত হওয়ায় সুন্দরবনের ২৫ লাখ মানুষ সুফল ভোগ করছে। আগের তুলনায় এখানে বাঘ, হরিণসহ প্রাণীর সংখ্যা বেড়েছে।
শুক্রবার রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেইলার উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন শুরুর পর ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়।
বেনজির আহমেদ বলেন, “র্যাবের সদস্যরা দেশকে ভালবেসে আত্মহুতি দিয়েছে। শত শত সদস্য আহত আছে। কারও হাত উড়ে গেছে, কারও পা। কখনো পরিবার ও সন্তানের কথা চিন্তা করেনি। সিনেমার চেয়ে র্যাবের সব অভিযান অনেক বেশি সিনেমাটিক, দুঃসাহসিক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ লিমিটেডের প্রযোজনায় রোমাঞ্চকর এই পূর্ণদৈর্ঘ্য ছবিটি পরিচালনা করেন দীপংকর দীপন।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন নায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নায়িকা নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ, রোশান, দর্শনাসহ অনেকেই।
বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ছবিটি।
অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন চলচিত্রটির অভিনয় শিল্পীরা। চলচিত্রটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা এসেছিল। কিন্তু ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।
এসময় প্রশাসশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন