ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বেগমগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ৩০ জুলাই ২০২২ | আপডেট: ১০:৫৩, ৩০ জুলাই ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। 

শনিবার ভোরে চৌমুহনী চৌরাস্তা ও বেগমগঞ্জ মডেল থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নিহতদের শনাক্ত করতে পারেনি।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এছাড়া ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান। 

নিহত নারী ও পুরুষ দুইজনই মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ এবং স্থানীয় লোকজন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তারা দুইজনই গাড়ি চাপায় নিহত হয়েছেন। 

তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এএইচ

 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি