ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক-হেলপার নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৩০ জুলাই ২০২২

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৩০ জুলােই) ভোর ৫টায় বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে সিলেটগামী রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ-১৪-২৩৬৪) বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটির পিছনে ধাক্কা দেয়। 

এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি