ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৮, ৩০ জুলাই ২০২২

চুয়াডাঙ্গার জাফরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। চুয়াডাঙ্গা জেলা যুব উন্নয়ন অধিদফতরের সামনে আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২২), একই এলাকার নুরনগর কলোনীপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু মিয়া (২৩) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বাসিন্দা মনোরঞ্জন হালদারের ছেলে মুক্তা হালদার (২৮)। 

আহতরা হলেন রাজশাহী জেলার বাঘমারা এলাকার আলা উদ্দিন বিশ্বাসের ছেলে রনি আহমেদ (৩৫)। তারা দুই জনই এভারেস্ট ফার্মাসিউটিক্যালস  কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, দুপুরে টুনু মোটরসাইকেলে মিঠুকে নিয়ে সরোজগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় পাশকাটিয়ে  যেতে গেলে একটি ইজিবাইকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মোটরসাইকেল ধাক্কা দেয়। তাদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক টুনু ও মিঠুকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন বলেন, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে টুনু ও মিঠু নামে দুইজন। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়। এর মধ্যে মুক্তা হালদারের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার প্রস্তুতির সময় মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি