ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক কাঁঠালের দাম ২৬ হাজার টাকা!

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশিত : ২০:০০, ৩০ জুলাই ২০২২ | আপডেট: ২০:০৭, ৩০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়। কাঁঠালটি ওই টাকায় ক্রয় করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাস ফেরত কাঞ্চন মিয়াঁ (৩৫)। 

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কেনার জন্য দাম হাঁকাহাঁকি হয়। এক হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত কাঁঠালটির দাম হাঁকাহাঁকি হয় মুসল্লিদের মধ্যে। শেষে ২৬ হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি কিনে নেন প্রবাস ফেরত কাঞ্চন মিয়াঁ।

এ ব্যাপারে কাঞ্চন মিয়াঁ বলেন, ‘আল্লাহর ঘরের গাছের কাঁঠাল, তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি, খেয়েও প্রশান্তি পাব।’

এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, ‘আমাদের মসজিদের গাছের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি