ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে ২০ কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ৩১ জুলাই ২০২২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী কবরস্থানের ২০টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার বিষয়টি জানাজানি হলে মানুষের ঢল নামে কবরস্থানে। এর আগে শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, রাতের আধারে পীরডাঙ্গী গোরস্তানের পুরাতন কবর কে বা কারা খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। যাওয়ার সময় তাদের পরনের কিছু কাপড় ফেলে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। 

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি