ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কামারখন্দে বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৬, ৩১ জুলাই ২০২২

সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে মতিউর মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত ওয়াহাব মন্ডলের ছেলে।

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলি বেগম বলেন, দুপুরে বৃদ্ধ মতিউর গরু নিয়ে মাঠে যান। বিকেলের দিকে আকাশে কালো মেঘ দেখে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় বজ্রপাতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি