ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২১ ঘণ্টার ব্যবধানে ফতুল্লায় দুই যুবক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০৯, ১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

২৪ ঘণ্টা পার না হতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘটল আবারো খুনের ঘটনা। এবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সজিব (১৭) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার রাত ৮টার দিকে চাঁনমারির লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. সজিব শহরের চাষাড়া রামবাবুর পুকুরপাড় এলাকার কালাম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সুপার কার্যালয়ের পাশে চাঁনমারির ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় কে বা কারা ওই তরুণকে ছুরিকাঘাত করে জখম করে ফেলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে রাত ১১টার দিকে হাসপাতালে ছুটে যান নিহতের মা ও বোন। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে হাসপাতাল এলাকা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এর আগে শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম দেওভোগের হাজীর বাগান এলাকায় মেহেদী হাসান (২১) নামে এক হোসিয়ারী কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত মেহেদী হাসান ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় শফিকুল ইসলাম বাবুর্চির ছেলে এবং একটি হোসিয়ারী কারখানার শ্রমিক।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি