ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই মামলা, আসামি ৪ শতাধিক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) দিবাগত রাতে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জসিম বাদী হয়ে পুলিশের উপর হামলা এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী হত্যার ঘটনায় মামলা দুটি দায়ের করেন।

মামলায় ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 
এদিকে, স্বেচ্ছাসেবক দলের কর্মী রহিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে পাল্টা মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল রোববার জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের কর্মি আব্দুর রহিম নিহত ও শতাধিক আহতের ঘটনা ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি