ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চায়ের দোকানের আড্ডায় বজ্রপাত, যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২০, ১ আগস্ট ২০২২

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানের আড্ডায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে আশিক (২০) নামে এক যুবক নিহত এবং আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জামনগর করমদোষী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হতাহতরা স্থানীয় একটি চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
 
নিহত আশিক করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে এবং সে রাজমিস্ত্রীর কাজ করতেন। 

আহতদের মধ্যে ৫ জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছিলেন সিহাব উদ্দিন ও তার ছেলে আশিকসহ অন্তত ১২ জন। এসময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই আশিক মারা যান।

আহত হন আশিকের পিতা সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও চা দোকানী মালেকের স্ত্রী রুপালী বেগম।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বজ্রপাতে ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি