ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চবিতে ছাত্রলীগের অবরোধ: ৪ বিভাগের পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১ আগস্ট ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এর ফলে ৪টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার পরীক্ষা স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুছা।

তিনি জানান, বিক্ষোভের কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা যেহেতু ক্যাম্পাসে আসতে পারেননি, তাই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ওই ৪ বিভাগ হলো-আন্তর্জাতিক সম্পর্ক, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস, ফাইন্যান্স বিভাগ ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ।

উল্লেখ্য, রোববার মধ্যরাতে ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এদিকে অবরোধের কারণে সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে শাটল ও শিক্ষক বাস।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি