ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বনকর্মীদের সঙ্গে পাচারকারীদের গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:১৫, ১ আগস্ট ২০২২

কক্সবাজারের চকরিয়ায় বনকর্মীদের সঙ্গে কাঠপাচারকারীদের গোলাগুলিতে শহিদুল ইসলাম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) ভোর রাতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক বনায়নের প্লট থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামের নুরুল আমিনের ছেলে।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত শহিদুল ইসলামের পিঠের বাম দিকে দু্টি গুলির চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: আনোয়ার হোসেন জানান, সামাজিক বনায়নের কাঠপাচারকারীদের উপস্থিতি দেখে দায়িত্বরত বনকর্মীরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে কাঠপাচারকারীরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় বনকর্মীরাও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে। 

পরে কাঠপাচারকারীরা এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়। নিহত শহিদুল ইসলাম কাঠপাচারকারীদের গুলিতে মারা যেতে পারে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি