ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলায় নিহত সেচ্ছাসেবক দলের কর্মীর দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ১ আগস্ট ২০২২

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত সেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে সোমবার দুপুর ২টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন জানান, রোববার দিবাগত রাতে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি পুলিশ অ্যাসোল্ট, অপরটি হত্যা মামলা।

মামলা দুটিতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, দৌলতখানে একজন ও বোরহানউদ্দিনে ৩ জন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি