ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে স্বামীসহ মাদক সম্রাজ্ঞী মধু আটক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধু ও তার স্বামীসহ চারজনকে আটক করছে মেট্রোপলিটন পুলিশ।

রোববার (৩১ আগস্ট) মাদকসহ আশা নামে এক মাদককারবারিকে আটক করে জিএমপি সদর থানা পুলিশ। 

পরে তার দেওয়া তথ্য মতে ওই রাতেই নগরীর লক্ষীপুরা এলাকার মাদক সম্রাজ্ঞী মধুর বাসায় অভিযান চালায় পুলিশ। এসময়ে ২০ গ্রাম হেরোইনসহ তার স্বামী কফিল উদ্দিন ও হাশেম নামে আরেক মাদক কারবারিসহ মধুকে আটক করে পুলিশ। 

এর এক পর্যায় পালিয়ে যায় মাদক সম্রাজ্ঞীর মধুর ছেলে সজীব। পরে সজীবের ব্যবহৃত ড্রায়ার হতে ৫টি গুলি ও মাদক বিক্রির ৭৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধুর নামে ৪টি, স্বামী হাশেমের নামে ২টি এবং তার ছেলের নামে ৩টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলন নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান।

তিনি আরও বলেন, মধু মাদককারবারি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি