ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বড়াল নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ১ আগস্ট ২০২২ | আপডেট: ১৮:৩৬, ১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নদী তীরবর্তী মানুষ মৃতদেহটি ভেসে যেতে দেখে  পুলিশে খবর দেয়। 

জানা গেছে, মৃতদেহটি ভেসে ভেসে বাগাতিপাড়া মডেল থানার কাছে গিয়ে থেমে যায়। এসময় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এদিকে এই মৃতদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদী তীরে ভিড় করে।

এদিকে খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া পিবিআইসহ পুলিশের গোয়েন্দা টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি