ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মহিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৪, ১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মহিপুরে বৈদ্যুতিক মোটর ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম এমাদুল (২২)। সোমবার সকালের দিকে মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল ওই গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে এমাদুল নিজের আমন ধানের বীজতলায় পানি দিতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সুইজ অন করতে যান, এসময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত ডাঃ সৈয়দ আশিকুর রহমান রিজভী জানান, বিদ্যুৎপৃষ্ট রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত এমাদুলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কেবলমাত্র অপমৃত্যু মামলা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি