ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে এবার ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪২, ১ আগস্ট ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্ণা লেবেল ক্রসিংয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনার রেশ না কাটতেই মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে আরও এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) দুপুর ২টার সময় মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় এঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।

তিনি বলেন, মহানগর প্রভাতী নামের ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া ঝর্ণা এলাকার লেবেল ক্রসিং ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস আরোহী ১৭ পর্যটক হতাহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে নিহত ১১ জনের মরদেহ হাটহাজারী উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়ার পর তাদের দাফন সম্পন্ন হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি