ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে পর্যটকের আত্মহত্যা, মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৭, ২ আগস্ট ২০২২

কক্সবাজার শহরের কলাতলীর এক হোটেল থেকে সৌরভ সিকদার (৩৪) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এসময় তার স্ত্রী একই রুমে ছিলেন।

সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হোটেল মোটেল জোনের ডলফিন মোড় এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে এ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সৌরভ সিকদার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মাস্টার হাসান শহীদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো: সেলিম উদ্দীন জানান, গত রোববার সৌরভ সিকদার তার স্ত্রীকে সাথে নিয়ে ওই রিসোর্টে উঠেন। পরে গলায় রশি বেঁধে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন তিনি। এসময় রশি ছিড়ে রিসোর্টের ওই রুমে পড়ে যায় সে। 

খবর পেয়ে মৃত অবস্থায় মৃত তাকে উদ্ধার করা হয়। এসময় তার স্ত্রী মৃতদেহটির পাশে ছিলেন বলে জানান ওসি।

স্ত্রীর দেয়া তথ্য মতে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এরপরও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি