ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

২৫ মামলার আসামি রমজান অস্ত্রসহ আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১, ২ আগস্ট ২০২২

২৫ মামলার আসামি রমজান শেখকে যশোরের মুজিব সড়ক এলাকা থেকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৬ যশোরের একটি দল।

সোমবার (১ আগস্ট) বিকালে এ খবর নিশ্চিত করে র‌্যাব। আটকের পর তার কাছ থেকে একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়েছে। আটক রমজান শেখ রেলগেট পশ্চিমপাড়ার ফায়েক শেখের ছেলে। 

তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২৫টি মামলা রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের মুজিব সড়কে পিকাসো কোচিং সেন্টারের পেছনে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষনিক র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে দুপুর একটা ২০ মিনিটে রমজানকে আটক করে। 

পরে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে আসামিকে থানায় সোপর্দ করা হবে বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, রমজানের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় ২৫টি মামলা রয়েছে। যার মধ্যে সাতটি অস্ত্র, পাঁচটি বিস্ফোরক, একটি হত্যা, একটি ডাকাতি, চারটি হত্যা চেষ্টা মামলা ও সাতটি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি