ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৩, ২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ক্ষেত থেকে আবুল কালাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় চরএলাহী ইউনিয়নের চরযাত্রা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম চরএলাহী ২ নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রামের মৃত আবদুর রবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম পেশায় একজন কৃষক। পাশাপাশি কবর খননের কাজ করতেন। সোমবার নিজ ক্ষেতে কাজ করতে গিয়ে প্রচণ্ড রোদে ক্লান্ত হলে পাশের বাড়ি থেকে পানি পান করেন। তবে সন্ধ্যার পরও বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করে কাজ করার স্থানেই উপুড় অবস্থায় মরদেহটি পাওয়া যায়। 

পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজাকে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে ‘হিটস্ট্রোক’ করে তিনি মারা গেছেন। 

কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি