হত্যা মামলার পলাতক আসামি ইসমাইল গ্রেফতার
প্রকাশিত : ১২:৪২, ২ আগস্ট ২০২২ | আপডেট: ১২:৪৩, ২ আগস্ট ২০২২
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে হত্যা মামলার পলাতক আসামি মো. ইসমাইল (৩৬)কে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (১ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১’র সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে ওই দিন দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল ভোলা জেলার মনপুরা থানার রহমানপুর এলাকার সফিকুল ইসলাম রফিকের ছেলে।
কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান জানান, আসামি ইসমাইল ভোলা জেলার মনপুরা থানা এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর চরজব্বর এলাকায় বসবাস করে আসছিলেন। সে উপকূলবর্তী চরাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন। তার বিরুদ্ধে হাতিয়া ও চরজব্বর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে কৌশলে গা-ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
গ্রেফতারকৃত আসামিকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন