ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় স্কুলছাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে মোটরসাইকেল চাপায় আফরোজা আক্তার (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। চালকসহ মোটরসাইকেলটি আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে দাগনভূঞা-করিবহাট সড়কের মিরের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার বিরাহিমপুর গ্রামের ইসমাইল হোসেন রিয়াজের মেয়ে। সে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতই মঙ্গলবার সকালে নিজের সহপাঠিদের সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল আফরোজা। বিদ্যালয়ের সমানের সড়ক পার হয়ে বিদ্যালয়ের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। 

এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আফরোজা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। 

ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন স্কুলের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “ঘটনার বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি