ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

মেঘনায় বজ্রপাত: নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৩, ২ আগস্ট ২০২২

নরসিংদীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌরশহর সংলগ্ন হাজীপুর এলাকার মেঘনায় এই বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মিকুঞ্জ দাস (৪৫) নামের এক জেলে এবং নিখোঁজ হন আরও একজন।

নিখোঁজের ১৮ ঘন্টা পর মঙ্গলবার (২ আগস্ট) সকালে সুমন দাস (২৫) নামের ওই নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

নিহত মিকুঞ্জ দাস সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার মৃত মতি লাল দাসের ছেলে এবং সুমন দাস একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, হাজীপুর এলাকার মিকুঞ্জ দাস ও সুমন দাসসহ মোট পাঁচ জেলে প্রতিদিনের মতো সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। দুপুরে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা নৌকাটি একটি বাঁশের খুঁটিতে বেঁধে নৌকার ভেতরে অবস্থান নেন। 

এসময় বজ্রপাতে নৌকা থেকে মেঘনা নদীতে পড়ে গিয়ে জেলে সুমন দাস নিখোঁজ হয়। পরে স্থানীয়রা আহত মিকুঞ্জ দাসকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেয়া হলে রাত পর্যন্ত তারা চেষ্টা চালান। মঙ্গলবার সকালে পুনরায় ডুবুরি দল কাজ শুরু করতে গেলে নদীতে ভাসমান অবস্থায় সুমন দাসের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি