ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নিহত ১, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের তুলাতলী এলাকায় রামগতি থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মান্দারী-বটতলীর মধ্যবর্তী তুলাতলী নামক স্থানে একটি কাভার্ডভ্যান ও একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হন।

গাড়িতে প্রায় ৪০ জনের মত যাত্রী ছিল। আহতদের মধ্যে ৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, গাড়ির ভেতর সুপারভাইজারের মরদেহ আটকা পড়ে আছে, তারা উদ্ধারের চেষ্টা করছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি জানিয়েছেন, গাড়িটি উদ্ধারের জন্য র‌্যাকারকে খবর দেয়া হয়েছে। র‌্যাকার এনে গাড়িটি উদ্ধারের পর হতাহতের প্রকৃত তথ্য জানা যাবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি