ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে হোটেল কক্ষে পর্যটকের মৃতদেহ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ৩ আগস্ট ২০২২

কক্সবাজারে হোটেল থেকে মোহাম্মদ কাউসার (২৬) নামের এক পর্যটক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২আগস্ট) সাড়ে রাত ১০টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোন কলাতলী এলাকায় দি আলম নামের একটি হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ কাউসার জয়পুরহাট সদরের সানাউল মাদ্রাসা এলাকার দিঘীপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: সেলিম উদ্দিন জানান, নিহত যুবক বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যা করতে পারেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ একটি চিরকুট পাওয়া যায়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষ-এর পক্ষ থেকে হয়রানি না করার কথাও লেখা রয়েছে।

ওসি সেলিম উদ্দিন আরও জানান, মঙ্গলবার দুপুরেই ওই পর্যটক কক্ষটি ভাড়া নেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি